ব্রাহ্মণপাড়ায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মাস আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সন্ত্রাসী সবুজের নেতৃত্বে তার সহযোগীরা হামলা করার প্রতিবাদে এলাকাবাসী হামলাকারীদের শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার দুপুর ২টায় কুমিল্লা-মিরপুর সড়কের সদর এলাকার বাস স্ট্যান্ডে ব্রাহ্মণপাড়ার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন এলাকাবাসীর আয়োজনে প্রথমে মানববন্ধন ও পরে বিক্ষোভ মিছিল করেছে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনের কাছে এক স্মারকলিপি প্রদান করে। এদিকে হামলায় আহতরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। থানায় অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের আবুল বাশারের পরিবারের সাথে মিজান মিয়ার ছেলে সন্ত্রাসী সবুজ (২৫), মিজান মিয়া (৪৫), মিজান মিয়ার মেয়ে জান্নাত আক্তার (২২) ও মিজান মিয়ার স্ত্রী হাসু বেগম (৪৫) এর সাথে বিভিন্ন বিষয় নিয়ে পূর্বে পারিবারিকভাবে বিরোধ চলে আসছিলো। এরই সূত্র ধরে গত ২১ নভেম্বর মঙ্গলবার রাতে সন্ত্রাসী মোঃ সবুজ এর নের্তৃত্বে তার সহযোগীরা আবুল বাশারের ছেলে সিয়াম (১৮), মফিজুল ইসলামের ছেলে জুয়েল মিয়া (৩০), আবুল বাশারের ছেলে সবুজ (৩৮) ও মফিজুল ইসলামের ছেলে মনির হোসেন (৩৫) এর উপর দা, ছেনি, লোহা, রড দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে সিয়ামের গালে দারালো ছুরির আঘাতে সে গুরুত্বর রক্তাক্ত জখম হয়। তার চিৎকারে জুয়েল মিয়া, সবুজ ও মনির হোসেন এগিয়ে আসলে তাদেরকেও হত্যার উদ্দ্যেশে এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত জখম করে সন্ত্রাসীরা। এতে জুয়েলের বাম হাতের কব্জি ভেঙে যায়। এসময় সবুজ ও মনির হোসেন মারাতœক আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাদের চিৎকারে এলাকাবাসী দৌড়ে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছে। এই ঘটনায় পুরো উপজেলার সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছেন। এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার প্রশাসনের কাছে দাবী করেছেন তারা। এসময় বক্তারা জয়নাল ডাকাত, মাদক ব্যবসায়ী সবুজ, ইকবাল হোসেন, মো. সোহেল, সোহেল মিয়া, হাসু বেগম, জান্নাত আক্তার, সাদ্দাম হোসেন ও কামাল হোসেন এর সুষ্ঠু বিচারের দাবী জানিয়েছেন। এছাড়াও হামলায় আহতদের বিরুদ্ধে উদ্দ্যেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহারের জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।

  • ব্রাহ্মণপাড়া