ব্রাহ্মণপাড়ায় ষাইটশালা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরষ্কার বিতরণ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মাস আগে

Spread the love

ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান “ষাইটশালা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসায়” নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী শনিবার সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা ওবায়েদ উল্লাহ। ষাইটশালা দরবার শরীফের পীরজাদা হাফেজ মাওলানা মোঃ কামাল উদ্দিন এর সভাপতিত্বে ও মাদ্রাসার সহকারি শিক্ষক হাফেজ মাওলানা মোঃ তাজুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা কৃষি ও কারিগরি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আনিছুর রহমান আখন্দ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ সুলতান আহাম্মেদ, ষাইটশালা আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি মোঃ আবুল ফরহাদ ভূইয়া, বিশিষ্ট সমাজসেবক এ.এস.এম মোস্তাফিজুর রহমান, গোপালনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির মাষ্টার, বিশিষ্ট সমাজসেবক নোয়াব মিয়া, চান্দলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর মোহাম্মদ, বিশিষ্ট সমাজসেবক ফারুক চৌধুরী। এসময় মাদ্রাসার বিভিন্ন ইভেন্টে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দরা। অনুষ্ঠানে শ্রেষ্ঠ অভিভাবক হয়েছেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য হাফেজ মাওলানা ছাদেকুল ইসলাম। এসময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে মাদ্রাসার সাফল্যে কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন ষাইটশালা দরবার শরীফের পীরজাদা হাফেজ মাওলানা মোঃ কামাল উদ্দিন।

  • ব্রাহ্মণপাড়া