ব্রাহ্মণপাড়ায় শিক্ষার মানোন্নয়নে অধ্যক্ষদের মতবিনিময় সভা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কলেজ পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে অধ্যক্ষদের বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা সদরে অবস্থিত মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো.আলতাফ হোসেন। সভায় উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাহেবাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, গোপালনগর আদর্শ কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান সোহেল, আব্দুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. জামাল উদ্দিন, চান্দলা কে.বি. হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল। এ সময় বড়ধুশিয়া আদর্শ কলেজের সহকারি অধ্যাপক মো. গোলাম মোস্তফা, আব্দুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস, সহকারী অধ্যাপক মো. এমরান আলী, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক মো. মোক্তার হোসেন, প্রভাষক তৈয়বুর রহমান নাঈম, প্রভাষক মো. ফারুক হোসাইন সহ বিভিন্ন কলেজ হতে কলেজ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা উপজেলার কলেজসমূহে শিক্ষার গুণগত মানোন্নয়ন, আন্তঃ কলেজ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান, বিতর্ক -কুইজ সহ শিক্ষা ও সহ শিক্ষা সংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করেন।

  • ব্রাহ্মণপাড়া