ব্রাহ্মণপাড়ায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ মাস আগে

Spread the love

“প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার, সমুন্নত রাখবো তাদের অধিকার” এবারের এই স্লোগানকে লালন করে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ও অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) ব্রাহ্মণপাড়া এরিয়া কার্যালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে তারা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ। সঞ্চালনা করেন ওকাপের প্রজেক্ট কর্মকর্তা রথীন্দ্র কোচ। সূচনা বক্তব্য দেন ওকাপের উপজেলা সুপারভাইজার আজিজুল হক। অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন, মাঠ কর্মী শুকরিয়া আক্তার, সীমা আক্তার, সাবিকুন নাহার, মাকসুদা আক্তার, হালিমা আক্তার ও হালিমা আক্তার।
এছাড়া, বিভিন্ন ইউনিয়নের অভিবাসী ফোরাম লিডার বীর মুক্তিযোদ্ধা ফুল মিয়া সরকার, বীর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকার চারু মেম্বার, মজিবুর রহমান, মজলম মিয়া, কবির হোসেন, আবুল কালাম আজাদ ও হারুন মিয়া প্রমূখসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রবাস ফেরত অভিবাসী কর্মীগণ উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া