ব্রাহ্মণপাড়ায় রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় রোপা-আমন ধান চাষে কোমর বেঁধে মাঠে নেমেছে কৃষকরা। জমি তৈরি, চাষাবাদ আর জমিতে চারা রোপণের কাজে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। এরই মধ্য শ্রাবণের একটানা কয়েকদিনের বৃষ্টি হওয়ায় কৃষকরা রোপা-আমন ধানের আবাদ শুরু করেছেন। কখনও রোদ আবার কখনও বৃষ্টিকে উপক্ষো করে উপজেলার কৃষকরা আমন ধানের চারা রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন। আমন চাষকে ঘিরে মাঠে মাঠে যেন এখন উৎসব শুরু হয়েছে। সরজমিনে শনিবার উপজেলার বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়, কৃষকরা তাদের জমিতে আমন ধানের চারা রোপণ নিয়ে সকাল-সন্ধ্যা ব্যস্ত সময় পার করছেন। কেউ জমির আইলে কোদাল দিয়ে কাটছেন। কোথাও কোথাও মাঠ সমান করার জন্য শ্যালোইঞ্জিন চালিত পাওয়ার টিলার দিয়ে চলছে মইয়ের কাজ। কোনো কোনো স্থানে পাওয়ার টিলার ছাড়াও কৃষকরা নিজেই মই টেনে জমি সমান করার দৃশ্য দেখা গেছে। আবার কোথাও আমন ধান রোপণের জন্য বীজতলা থেকে তোলা হচ্ছে ধানের চারা। কেউ আবার জৈব সার জমিতে দিতে ব্যস্ত হয়ে পড়েছেন। অনেকে তৈরি জমিতে বৃষ্টির পানি দিয়ে ভিজিয়ে রাখছেন। রোদের গরমে কৃষকদের শরীর থেকে বইছে ঘাম, মাথায় বেঁধে রেখেছেন গামছা। উপজেলার সদরের কামরুল হাছান, মেন্টু মিয়া ও বিল্লাল হোসেনসহ কয়েকজন কৃষক বলেন, আমাদের এলাকার জমিগুলোতে বছরে তিন ধরনের ফসল আবাদ হয়ে থাকে। আমরা পাট কাটার আগেই, পাটের মধ্য দিয়ে ধানের বীজ বপন করেছি। আবার কিছু জমিতে পাট কাটার পরে ধানের চারা রোপণ করছি। আগামী ৪-৫ দিনের মধ্যেই ধানের চারা রোপণের কাজ শেষ হয়ে যাবে। যদি আবহাওয়া ধান চাষের অনুকূলে থাকে আর বর্ষার পানিতে যদি ধান তলিয়ে না যায় তাহলে এ বছর ধানের ফলন ভালো হবে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুবুল হাসান বলেন, এবার রোপা-আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা রয়েছে ৫ হাজার ৪২৯ হেক্টর জমি। এ পর্যন্ত ধান চাষে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে ৫শত ৫৮ হেক্টর। তবে আশা করছি অতিদ্রæত লক্ষ্যমাত্রা অতিক্রম করবে। আমরা প্রতিদিন কৃষকের কাছে গিয়ে ধান চাষে কৃষকদের সব ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি।

  • ব্রাহ্মণপাড়া