ব্রাহ্মণপাড়ায় রাজস্ব খাতের আওতায় পোনামাছ অবমুক্তকরণ

লেখক: Sohel Islam
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্য্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরসহ বিভিন্ন খাল-বিলে বিভিন্ন প্রজাতির এই পোনামাছ অবমুক্তকরণ করা হয়। পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা’র সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক এর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য দপ্তরের সহকারি পরিচালক মোঃ রবিউল ইসলাম। এসময় সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুবুল হাসান, সমাজসেবা কর্মকর্তা কবির আহমেদ, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদের বাচ্চুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এবিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক বলেন, মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলা পরিষদ পুকুরসহ উপজেলার ৭টি প্রতিষ্ঠানের জলাশয় ও খাল-বিলে পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় বিভিন্ন প্রজাতির প্রায় ৩১২ কেজি পোনামাছ অবমুক্তকরণ করা হয়। এতে করে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

  • ব্রাহ্মণপাড়া