ব্রাহ্মণপাড়ায় মোশাররফ হোসেন খান চৌধুরীর দেওয়া উপহারের ঘরে ঠাঁই হলো আব্দুল কুদ্দুছ পরিবারের

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মাস আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামের কৃতি সন্তান, বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সমাজসেবক মোশাররফ হোসেন খান চৌধুরীর দেওয়া উপহারের ঘরে মাথা গোজার ঠাঁই হলো হতদরিদ্র আব্দুল কুদ্দুছ পরিবারের। এতে করে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছেন তার পরিবার। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামের কৃতি সন্তান, বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী সমাজসেবক মোশাররফ হোসেন খান চৌধুরী কল্পবাস গ্রামের হতদরিদ্র আব্দুল কুদ্দুছকে মাথা গোঁজার জন্য একটি ঘর উপহার দেন। উপহারের ঘর পেয়ে আব্দুল কুদ্দুছ, তার মা, তার স্ত্রী, ভাই-বোনসহ চারজন সদস্য নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছেন। নতুন ঘর পেয়ে পরিবারের সদস্যরা ফুলের বাগান ও বাড়ির পাশে শাকসবজির বাগান চাষ করছে। এর আগে আব্দুল কুদ্দুছ ও তার পরিবার ভাঙা ঘরের মধ্যে বাতের ভেড়া দিয়ে কোন রকম দিন কাটতো। ঝড়-বৃষ্টি, রোদে তাদেরকে অনেক কষ্টে দিন কাটতো। পরিবারের এতোগুলো সদস্য একটি ছোট ঘরে কোন রকমে দিনপাতি করতো। কিন্তু খবর পেয়ে হাজারো গল্পের স্বপ্নদ্রষ্টা মোশাররফ হোসেন খান চৌধুরী তার নিজস্ব অর্থায়নে প্রায় লক্ষাধিক টাকা খরচ করে একটি টিনশেড ঘর নির্মাণ করে দেয়। এতে ঘরটি পেয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে পরিবারটি। নতুন ঘর পেয়ে খুব খুশি পরিবারের প্রত্যেকটি সদস্য। এবিষয়ে আব্দুল কুদ্দুছ বলেন, আগে একটি ভাঙা ঘরে একসাথে থাকতে অনেক কষ্ট হতো। কিন্তু নতুন ঘর পেয়ে এখন আমরা খুব খুশি। আল্লাহ্ যেনো মোশাররফ ভাইকে নেক হায়াত দান করে। তিনি যেনো সমাজের হতদরিদ্রদের উপকার করতে পারে। আমরা এখন নতুন করে বাঁচতে শিখছি। এবিষয়ে জানতে চাইলে শিক্ষানুরাগী, সমাজসেবক ও হাজারো গল্পের স্বপ্নদ্রষ্টা মোশাররফ হোসেন খান চৌধুরী বলেন, সমাজের বিত্তবানরা যদি এরকম হতদরিদ্রদের কাজে আসে তাহলে তারা নতুন করে বাঁচতে পারবে। সমাজে এরকম অনেক কুদ্দুছ আছে যারা অনেক কষ্টে দিনযাপন করছে। তাদেরকে উপকার করতে হবে। এছাড়া যতদিন বেঁচে থাকবো ততদিন এই গরীব অসহায়দের সাহায্য ও সহযোগিতা করে যাব।

  • ব্রাহ্মণপাড়া