ব্রাহ্মণপাড়ায় মরহুম খোয়াজ আলী ফাউন্ডেশন এর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ

লেখক: স্টাফ রির্পোটার
প্রকাশ: ৫ দিন আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মরহুম খোয়াজ আলী ফাউন্ডেশনের এর পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ্য পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বড়ধুশিয়া গ্রামের বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাবার বিতরণ করেন মরহুম খোয়াজ আলী ফাউন্ডেশন। বড়ধুশিয়া শিমনা এলাকার বিশিষ্ঠ্য সমাজ সেবক মরহুম খোয়াজ আলী’র ছেলে সৌদি প্রবাসী এরশাদ জামান বাবার নামে সামাজিক কল্যানমূলক কাজের জন্য এ ফাউন্ডেশন গঠন করেন। চলমান বন্যায় মানুষের প্রচুর পরিমান ক্ষয়ক্ষতি হয়। বন্যার্তদের পাশে দাড়াতে তাদের মনোবল যোগাতে এগিয়ে আসে মরহুম খোয়াজ আলী ফাউন্ডেশন। মরহুম খোয়াজ আলীর বড় ছেলে মোঃ রফিকুল ইসলাম খোরশেদ, মোঃ হোসেন, হাজী মোঃ আলাউদ্দিন সালাউদ্দিন, মোঃ আলআমিন সহ সকলের সহযোগিতায় বন্যার্তদের পাশে থাকার সামান্য চেষ্টা করেছে ফাউন্ডেশনটি। মরহুম খোয়াজ আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ এরশাদ জামান এবং সৌদি প্রবাসী হাজী আলাউদ্দিন বলেন বন্যায় আমাদের এলাকায় প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকার নিম্ন আয়ের মানুষ বন্যার কারনে অনেক কষ্টে দিনযাপন করছে। আমরা মরহুম খোয়াজ আলী ফাউন্ডেশনের মাধ্যমে পরিবারের সবাই মিলে এলাকার বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছি। বাবার স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা মযজিদ নির্মান করেছি। বাবার নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের কল্যান মূলক কাজ করে যাব আমরা ইনশাআল্লাহ। মরহুম খোয়াজ আলী ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার কিছু সংখ্যক বন্যার্তদের বাড়িতে নিত্য প্রয়োজনীয় উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া