ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নিষিদ্ধ চায়না জাল জব্দ ও বিনষ্ট

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ মাস আগে

Spread the love

ব্রাহ্মণপাড়া উপজেলায় ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। গত বুধবার বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যেগে উপজেলার শিদলাই ইউনিয়নে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ কাউছার হামিদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নিষিদ্ধ জব্দ করে এবং পুড়িয়ে বিনষ্ট করেন। এসময় ৮টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয় এবং বিনষ্ট করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা। মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ অনুযায়ী এই জাল বলতে ফিক্সড ইঞ্জিন বোঝানো হয়েছে যা এই আইনের বিধিমালা ১৯৮৫ এর ৩ ধারামতে স্থাপন, ব্যবহার, তৈরি, বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক জানান, চায়না দুয়ারি জালের বুননে একটি গিঁঠ থেকে আরেকটি গিঁঠের দূরত্ব খুব কম, যে কারণে এতে মাছ একবার ঢুকলে আর বের হতে পারে না। একে চায়না জাল, ম্যাজিক জাল নামেও ডাকা হয়। এটি জলাশয়ের একেবারে তলদেশ পর্যন্ত যায় এবং তলদেশের মাটির সাথে মিশে থাকে। ফলে কোন মাছ একবার জালে ঢুকলে আর বের হতে পারে না। এতে মাছ, মাছের বাচ্চা বা পোনা এবং এমনকি মাছের ডিমও উঠে আসে। এসময় শিদলাই ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম ও থানার এসআই শফিক উল্লাহসহ পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন।

  • ব্রাহ্মণপাড়া