ব্রাহ্মণপাড়ায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল পেয়েছে ৩৬ হাজারের বেশি শিশু

লেখক: আতাউর রহমান
প্রকাশ: ৯ মাস আগে

Spread the love

“ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান।” এই ¯েøাগানকে ধারণ করে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ( ১২ ডিসেম্বর ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্থায়ী কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অস্থায়ী আরও ১৯২টি কেন্দ্রে ৬মাস থেকে ৫বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। জানা গেছে, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার আটটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে অস্থায়ী ১৯২ সেন্টারে এবং স্থায়ীভাবে স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৯৭৮ শিশুকে একটি নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩২ হাজার ১৯৩ শিশুকে একটি লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এই ক্যাম্পেইনের আওতায় এ উপজেলায় মোট ৩৬ হাজার ১৭১ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর হয়। ক্যাম্পেইন উদ্বোধনে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. মো. মনিরুল ইসলাম, শিশু বিশেষজ্ঞ ডা. হাসিনা সুলতানা, মেডিকেল অফিসার ডা. শঙ্খজিৎ সমাজপতি, ডা. তোফায়েল আহমেদ ভূঁইয়া, ইপিআই প্রধান আবুল কাশেমসহ স্টাফ নার্স ও স্বাস্থ্যকর্মীরা।

  • ব্রাহ্মণপাড়া