ব্রাহ্মণপাড়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রস্তুতিমূলক সভা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য উপজেলার সাতটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে অস্থায়ী ১৯২ সেন্টারে এবং স্থায়ীভাবে স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে ১২ ডিসেম্বর সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৯৭৮ শিশুকে একটি নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩২ হাজার ১৯৩ শিশুকে একটি লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপজেলায় মোট ৩৬ হাজার ১৭১ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে কোন শিশু বাদ পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় একটি শিশুও যেন বাদ না পড়ে সেজন্য সভায় উপস্থিত সবাইকে বিশেষভাবে জনসচেতনতা সৃষ্টির জন্য আহবান করেন বক্তারা। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহমেদ, ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম আতিক উল্লাহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তোফায়েল আহমেদ ভূঁইয়া, ডা. আসিফ মোহাম্মদ তকি, ইপিআই প্রধান আবুল কাশেমসহ স্টাফ নার্স ও স্বাস্থ্যকর্মীরা এতে অংশগ্রহণ করেন।

  • ব্রাহ্মণপাড়া