ব্রাহ্মণপাড়ায় ব্রি-৯৮ ধানের বাম্পার ফলন

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

ব্রাহ্মণপাড়া উপজেলায় রোপা আউশ মৌসুমে নতুন ধান ব্রি-৯৮ জাতের ফলন দেখে আনন্দিত চাষিরা। একদিকে এর ফলন ভালো, তার ওপর চিকন চাল আর চাষে সময় লাগে কম। ইতিমধ্যে খেত থেকে ধান সংগ্রহ শুরু করেছেন কৃষকেরা। সাধারণত আউশ মৌসুমের অন্যান্য জাতের ধানে ১৫ থেকে ১৬ মণ ফলন হলেও নতুন এই ধানে বিঘাপ্রতি গড়ে ২০ মণ ফলন মিলছে। তাতে কৃষকের মুখে হাসি দেখা গেছে। কম সময়ে অধিক ফলন হওয়ায় কৃষকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ধানের নতুন এই জাত। ব্রি ধান-৯৮ জাতের ধানের বিস্তারে দুই মৌসুম ধরে কাজ করছে ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি অধিদপ্তর। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, গত বছর উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। উৎপাদিত বীজ রেখে এ বছর উপজেলার বিভিন্ন গ্রামে ৩৯৩ হেক্টর জমিতে জাতটি স¤প্রসারিত হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গত বছর এই জাতের উপজেলার কয়েকটি স্থানে প্রদর্শনী রাখা হয়। যা এবছর বিভিন্ন গ্রামে ৩৯৩ হেক্টর জমিতে রোপন করা হয়। যা লক্ষ্যমাত্রার চেয়ে অধিক ফলন বেশি পাওয়া যায়। নতুন এই জাতের ধান ফলনে বেশি হয়ে খুশি কৃষকরা। এই ফলনে ধান খুব চিকন আবার অন্যদিকে বাম্পার ফলন। এসব মিলিয়ে খুশি চাষিরা। এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুবুল হাসান বলেন, আমাদের আউশ মৌসুমে নতুন জাতের ধান ব্রি-৯৮ মেগা ভ্যারাইটি হিসাবে চাষ হবে। নতুন জাতের ধান ব্রি-৯৮ চিকন আবার ফলনে হচ্ছে বেশি। নতুন ধানের জাতটি ফলনে ভালো হওয়ায় চাষিরা ঝুঁকছে বেশি। যা অন্যান্য ফলনের বেশি বেশি হচ্ছে। চাষিদের এই বিষয়ে সার্বক্ষনিক সহযোগিতা করছে কৃষি বিভাগ।

  • ব্রাহ্মণপাড়া