ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণে ভারতীয় বাজি ও কসমেটিকস জব্দ

লেখক: আতাউর রহমান
প্রকাশ: ৯ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশন এলাকা থেকে বিপুল পরিমাণে ভারতীয় বাজি ও কসমেটিকস জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদ হোসেন ভূইয়া। এ সময় অভিযানে ৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়ান শশীদল বিওপির বিজিবি সদস্যরা সহযোগিতা করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে বিশেষ তদারকির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও চোরাচালান বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। গত সোমবার বিকেলে উপজেলার শশীদল রেলস্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণে ভারতীয় বাজি ও কসমেটিকস উদ্ধার করা হয়। ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল স্টেশনে টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণে বাজি ও ভারতীয় কসমেটিক্স উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনী আচরণ বিধি মনিটরিং এর পাশাপাশি আইন শৃঙখলা রক্ষা ও চোরাচালান বিরোধী নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে।

  • ব্রাহ্মণপাড়া