ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমান ভারতীয় শাড়ীসহ গ্রেপ্তার-২

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার শশীদল ইউনিয়নের অনন্তপুর পাকা রাস্তার উপর থেকে ভারতীয় চোরাচালানকৃত ১৮০ পিচ শাড়ীসহ দুইজন চোরাকারবারিকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল এর নির্দেশে থানার এসআই মোহাম্মদ সৌরভ হোসেন সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার ভোর সকালে উপজেলার শশীদল ইউনিয়নের নাইঘর-হরিমঙ্গল সড়কের অনন্তপুর পাকা রাস্তার উপরে চেকপোষ্ট স্থাপন করে একটি একটি সিএনজি অটোরিক্সাকে দাড়াতে সংকেত দিলে ভেতর থেকে দুইজন যাত্রীবেশে চটের বস্তায় শাড়ি আছে বলে জানায়। তখন পুলিশ শাড়ির বৈধ কাগজপত্র দেখাতে বললে তারা সঠিক কাগজপত্র দেখাতে না পারলে ভারতীয় ১৮০ পিচ শাড়িসহ দুইজন চোরাকারবারিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃতরা হলো- আনন্দপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে শাহিন আলম (৩৮) ও খোয়াজ আলীর ছেলে শাহিন আলম (৩৪)। শুক্রবার সকালে আটককৃতদেরকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল সত্যতা নিশ্চিত করেছেন।

  • ব্রাহ্মণপাড়া