ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার-৪

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ২৫ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেলের নির্দেশে থানার একটি আভিযানিক দল উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে তেলের ড্রামের ভেতর করে অভিনব পন্থ্যায় ও প্লাস্টিকের বস্তায় গাঁজা পাচারকালে চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। থানার এসআই শফিকুল ইসলাম, এসআই নাসির উদ্দিন, এসআই আল হাদী রবিন সঙ্গীয় ফোর্স শুক্রবার দিনব্যাপী উপজেলার উত্তর চান্দলা ও বড়ধুশিয়া অভিযান পরিচালনা করে। এসময় ড্রামের ভেতর করে অভিনব পন্থ্যায় গাঁজা পাচারকালে ৭ কেজি গাঁজাসহ দুইজন আসামীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- কসবা থানার আবুল কাশেম মিয়ার ছেলে রিপন মিয়া (২৭) ও চান্দলা গ্রামের মৃত জানু মিয়ার ছেলে মফিজুল ইসলাম (২৬)। অপরদিকে আরেকটি অভিযানে সাদা প্লাস্টিকের বস্তায় গাঁজা পাচারকালে ১২ কেজি গাঁজাসহ মুরাদনগর থানার মৃত সুলতান মিয়ার ছেলে কামরুল মিয়াকে গ্রেপ্তার করে। অপরদিকে আরেকটি অভিযানে ৬ কেজি গাঁজাসহ উত্তর চান্দলা গ্রামের সরুজ মিয়ার ছেলে সিরাজুল ইসলাম (৪৯) আটক করে থানায় নিয়ে আসে। শনিবার সকালে আসামীদেরকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল সত্যতা নিশ্চিত করেছেন।

  • ব্রাহ্মণপাড়া