ব্রাহ্মণপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

লেখক: গাজী রুবেল
প্রকাশ: ২ সপ্তাহ আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৩০টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) সকালে রাজধানীর উত্তরা ১২নং সেক্টর “উচ্ছ্বাস” সংগঠনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার সুবিধাভোগীদের মধ্যে এসব টিউবওয়েল দেওয়া হয়। জানা গেছে, উপজেলার মহাল²ীপাড়া গ্রামের মো. জাহিদুল ইসলামের আহবানে সারা দিয়ে উচ্ছ্বাসের সভাপতি মো. রুহুল ইসলাম, সহসভাপতি মো. সাউদ ইফতেখার, সাধারন সম্পাদক মো. শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহির হোসেন সহ সংগঠনটি মানবতার কল্যাণে এসব টিউবওয়েল বিতরণ করেন। এসময় সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, আমরা আপনাদের এলাকার বন্যার্তদের মাঝে ত্রান নয়, সাহায্য বা সহযোগিতা নয়, এটা এলাকার মানুষের প্রতি আমাদের ভালবাসার উপহার। যখন গোমতি নদীর বাঁধ ভাঙ্গনে ব্রাহ্মণপাড়ার বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দী হয় তখন থেকে জাহিদ হাসানের ডাকে সাড়া দিয়ে পাশে থাকার চেষ্টা করেছি। আমরা আপনাদের এলাকার মানুষের পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ। বিতরণকালে সমাজ সেবক মো. আকতার হোসেন, কাজী মোবারক হোসেন, মো. হাসান ভূইয়া, মো. জমির হোসেন, মো. শাহজালাল সরকার, ছাত্রনেতা মো. ইমন হোসেন প্রমূখসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া