ব্রাহ্মণপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত গবাদিপশুর খামারিদের মধ্যে পরামর্শ, ঔষধ ও স্প্রেয়ার বিতরণ

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ২ সপ্তাহ আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের মধ্যে গবাদিপশুর বিভিন্ন রোগব্যাধি বিষয়ে পরামর্শ, জীবাণুনাশক ঔষধ ও স্প্রেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার উপজেলা প্রশাসনের উদ্যোগে ও মাল্টিপল হেলথ ফার্মা লিমিটেডের সৌজন্যে উপজেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইজমাল হাসান।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন মাল্টিপল হেলথ ফার্মার ম্যানেজিং ডাইরেক্টর (এমডি) শাহ আলমো।
এছাড়া প্রাণিসম্পদ কার্যালয়ের প্রাণিসম্পদ চিকিৎসকগণসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিভিন্ন গবাদিপশুর খামারি মালিকগণ উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া