ব্রাহ্মণপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ কিন্ডার গার্টেন সমুহের মাঝে আর্থিক অনুদান প্রদান ও মতবিনিময় সভা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৮০ টি কিন্ডারগার্টেন স্কুলে আর্থিক অনুদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার নয়ন আধুনিক কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর আয়োজনে এ অনুদান প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণপাড়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি এম সাইফুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ মামুনুর রশিদ ও প্রচার, মিডিয়া এবং তথ্য বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ আলম এর যৌর্থ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব মোঃ মিজানুর রহমান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্মসচিব মোঃ ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হামিদুর রহমান। অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্থ ৮০ টি কিন্ডারগার্টেন স্কুল সমূহ কে ৪ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির শিক্ষা সম্পাদক মোঃ আবদুল আলিম, দপ্তর সম্পাদক মোঃ আসাদুজ্জামান রিপন, চাদপুর জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ ওমর ফারুক, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সবুজ ভদ্র, ব্রাহ্মণবাড়িয়া জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মুস্নী সাব্বির আহাম্মদ, কুমিল্লা পশ্চিম জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ শাহ আলম, কেরানীগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি কাজী ফজলুল হক প্রিন্স, সাধারন সম্পাদক মোঃ কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন মিয়াসহ ব্রাহ্মণপাড়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সকল নেতৃবৃন্দ এবং সকল স্কুলের প্রধানগন। এসময় উপজেলা কিন্ডারগার্টেনের বিভিন্ন সমস্যা এবং সমাদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

  • ব্রাহ্মণপাড়া