ব্রাহ্মণপাড়ায় বন্যাদুর্গতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

লেখক: ফারুক আহাম্মদ
প্রকাশ: ২ সপ্তাহ আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বন্যার্ত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বড়ধুশিয়ার দক্ষিণপাড়া এলাকায় মরহুম ছামাদ ডাক্তারের বাড়িতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে গতকাল শনিবার দিনব্যাপী এ চিকিৎসা সেবার আয়োজন করা হয়। দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে বড়ধুশিয়া দক্ষিণপাড়া যুব সমাজ সার্বিক সহযোগিতায় ওই ইউনিয়নের বড়ধুশিয়াসহ বিভিন্ন গ্রামের প্রায় সাত শতাধিক বন্যাদুর্গত মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়। রোগীদের ফ্রিতে প্রয়োজনীয় সকল ওষুধও দেওয়া হয়।বানভাসি রোগীদের মধ্যে চিকিৎসা সেবা দেন ডা. সাইদুল ইসলাম অপু, ডা. ইউছুফ ইসলাম চৌধুরী, ডা. মো. জুবায়ের, ডা. মো. হাবিবুল্লাহ (হাবিব), ফার্মাসিস্ট আল মামুন সোহাগ। এদের মধ্য ছিলেন মেডিসিন, শিশু, নারী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, ডায়াবেটিস বিশেষজ্ঞ ও দন্ত রোগ বিশেষজ্ঞ। মেডিকেল ক্যাম্পের আয়োজক স্বেচ্ছাসেবী মো. সুলতান আহামেদ জানান, বন্যায় আক্রান্ত মানুষের চিকিৎসাসেবার প্রয়োজনীয়তা অনুধাবন করে আমরা বিভিন্ন মেডিকেল টিমের সাথে যোগাযোগ করি। আমাদের আহবানে সারা দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। পাঁচজন একটি চিকিৎসকের একটি দল, তাদের সাথে নার্স ও স্বেচ্ছাসেবী ছিলেন। বাঞ্ছারামপুরের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আল মামুন বলেন, আমরা বিভিন্ন এলাকার বানভাসি মানুষের মধ্যে খাদ্য সহায়তা ও চিকিৎসা সেবা দিয়ে পাশে দাড়ানোর চেষ্টা করেছি। আমাদের এই মেডিকেল ক্যাম্প আশা করি বন্যার্ত মানুষদের কিছুটা হলেও উপকারে আসবে। এসময় বড়ধুশিয়া দক্ষিণপাড়া এলাকার যুব সমাজ কর্তৃক তত্বাবধানে ছিলেন, সমাজসেবক মো. তোফাজ্জল হোসেন, বাংলাদেশ সেনাবাহিনী সদস্য মো. সফিকুল ইসলাম, ডাক্তার মো. মাসুদ রানা, দুবাই প্রবাসী মো. রফিকুল ইসলাম, শিক্ষার্থী মো. সাদরুল আমিন, সিঙ্গাপুর প্রবাসী মো. জামাল হুসাইন, সৌদি প্রবাসী হাজী মো. আলাউদ্দিন, সিঙ্গাপুর প্রবাসী এস এম শফিকুল ইসলাম, ব্যবসায়ী মো. নাজমুল হাসান, কাতার প্রবাসী মো. আতাউর রহমান, জাপান প্রবাসী মো. মাহমুদ হাসান রাসেল, ব্যবসায়ী মো. সোহেল রানা, সৌদি প্রবাসী আব্দুর রহমান শাকিল ও শিক্ষার্থী মো. জীবন সহ স্থানীয় স্বেচ্ছাসেবকগণ।

  • ব্রাহ্মণপাড়া