ব্রাহ্মণপাড়ায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ মাস আগে

Spread the love

গত ৪ ডিসেম্বর সোমবার ব্রাহ্মণপাড়া উপজেলার কৃষি স¤প্রসারণ অধিদপ্তর আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মৌসুমী বোরে ধানের উফলী জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচি আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স.ম, আজহারুল ইসলামের সভাপতি সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন। স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি অফিসার মোঃ মাসুদ রানা। উপসহকারী কৃষি অফিসার মোঃ হোসেন মিয়ার পরিচালনায় সার ও বীজ বিরতণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মুজিবুর রহমান, মৎস্য কর্মকর্তা জয় বুনিক, এস এ পিপিও রেহান উদ্দিন, উপসহকারী কৃষি অফিসার তোফাজ্জল হোসেন, শামিমুল ইসলাম ভূইয়া। অনুষ্ঠানে উপজেলার প্রায় ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি উফলী ধানের বীজ ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এম ও পেশার বিনামূল্যে বিতরণ করা হয়।

  • ব্রাহ্মণপাড়া