ব্রাহ্মণপাড়ায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পদ শূন্য এক বছর

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ মাস আগে

Spread the love

ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে চলছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পদ। এক বছর ধরে সেখানে টেনেটুনে চলছে দাপ্তরিক কাজ। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ২০২২ সালের ডিসেম্বর মাসে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পদটি শূন্য হয়। তারপর থেকে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে চলছে ওই দপ্তরের সকল দাপ্তরিক কাজ। এতে ওই উপজেলার প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ ধীর গতিতে চলছে বলে অভিযোগ তোলেন স্থানীয়রা। এদিকে ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ ইবনে হুসাইন বলেন, নিজ দায়িত্বের পাশাপাশি প্রায় বছর খানেক খালি থাকা শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালন করছি। কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: সফিউল আলম বলেন, ব্রাহ্মণপাড়ায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পদ খালি বিষয়টি ঠিক এমন নয়, ভারপ্রাপ্ত একজন আছেন। ওই শূন্য পদের অনুকূলে মন্ত্রণালয় অধিদপ্তর দিলেই আমরা পেয়ে যাবো, এখনও পাইনি। আমার জেলায় শিক্ষা কর্মকর্তার পোস্ট ৩টি খালি আছে। আমাদের পদোন্নতি হওয়ার কথা ৯৮ জন, এরমধ্যে পদোন্নতি পেয়েছে ৫০ জন। এর থেকে একটি আমরা পেয়েছি। তবে ব্রাহ্মণপাড়ার জন্য এখনও পাইনি। আশা করছি অবশিষ্ট পদোন্নতিগুলো হয়ে গেলেই শিগগিরই ব্রাহ্মণপাড়ার শূন্য পদের অনুকূলে একজন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমরা পেয়ে যাবো।

  • ব্রাহ্মণপাড়া