ব্রাহ্মণপাড়ায় প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণ সংক্রান্ত বিষয়ক ওরিয়েন্টেশন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ মাস আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেফারেল ও আরপিএল সংক্রান্ত বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওয়েজ আর্নাস বোর্ড প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় ওয়েলফেয়ার সেন্টার কুমিল্লা এর আয়োজনে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা ওয়েলফেয়ার সেন্টার এর সহকারি পরিচালক মোঃ আলী হোসেন। এসময় জাফর উল্ল্যাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ কবির আহামেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম আজম, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমীন, ওকাপের সুপার ভাইজার মোঃ আজিজুল হক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন, উপসহকারি কৃষি কর্মকর্তা মোহাম্মদ হোসেন, তফাজ্জল হোসেন, আলেক মিয়াসহ বিদেশ ফেরত অভিবাসী কর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কুমিল্লা ওয়েলফেয়ার সেন্টার এর সহকারি পরিচালক মোঃ আলী হোসেন।

  • ব্রাহ্মণপাড়া