ব্রাহ্মণপাড়ায় ধুমপান বন্ধে সচেতনতা বিষয়ক প্রচারণা চালানো হয়েছে। রবিবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এ প্রচারণা চালানো হয়। এ সময় দোকানে টানানো সিগারেটের বিজ্ঞাপন আগুনে পোড়ানো হয়। এতে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ইসরাইল হোসাইন। এ সময় ব্রাহ্মণপাড়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা উপস্থিত ছিলেন। জানা গেছে, ধুমপানের কুফল ও প্রত্যক্ষ ধুমপায়ীদের মাধ্যমে পরিবেশ দূষণের পাশাপাশি আশপাশের মানুষের ক্ষতির বিষয়ে উপজেলার বিভিন্ন চায়ের স্টলে মানুষকে সচেতন করে তোলার লক্ষ্যে এ প্রচারণা চালানো হয়। এ সময় বিভিন্ন দোকান থেকে দেশলাই ও দেশলাই লাইট তুলে নেওয়া হয়। বিভিন্ন দোকানে সিগারেট কোম্পানির প্রতিনিধিদের টানানো সিগারেটের বিজ্ঞাপন অপসারণ করে আগুনে পোড়ানো হয়। জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ইসরাইল হোসাইন বলেন, ধুমপান মূলত বিষপান। ধুমপানের কারণে ধুমপায়ীর শরীরে নানা রোগ দেখা দেয়। ধুমপায়ী শুধু নিজেই ক্ষতিগ্রস্ত হয় না, তার প্রত্যক্ষ ধুমপানের কারণে আশপাশের লোকজনও ক্ষতিগ্রস্ত হয়। ধুমপানের ফলে ক্যানসার ও হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই আসুন আমরা ধুমপান মুক্ত পরিবার ও সমাজ গড়ে তুলি।