ব্রাহ্মণপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ২জন আহত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোঃ আরাফাত হোসেন (১৭) ও মো: মুক্তাদুল ইসলাম (১৮) নামে দুইজন আহত হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সিদলাই ইউনিয়নের পশ্চিম পোমকাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজন কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ব্যপারে আহত আরাফাত হোসেনের পিতা মো: আব্দুল আহাদ বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগ ও আহতদের সূত্রে জানা যায়, উপজেলার সিদলাই ইউনিয়নের পশ্চিম পোমকাড়া এলাকার মোঃ আব্দুল আহাদের ছেলে মোঃ আরাফাত হোসেন (১৭) এর সাথে একই এলাকার মো: গোলাম মোস্তফার ছেলে মো: সুমন মিয়ার সাথে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সন্ধ্যায় আরাফাত বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে পূর্ব থেকে উৎ পেতে থাকা সুমন মিয়া, একই এলাকার কামরুল ইসলামের ছেলে মো: সিয়াম, মৃত হাসান আলীর ছেলে মো: কামরুল মিয়া, মো: নুরু মিয়ার ছেলে মো: বিল্লাল ও পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার সুবিল এলাকার মো: শহীদ মিয়ার ছেলে মো: ইস্রাফিল হাতে থাকা লাঠিসোঁটা, রড ও দা নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের হামলায় আরাফাত গুরুতর আহত হয়। এ সময় হামলাকারীদের হাত থেকে তাকে রক্ষা করতে তার বন্ধু একই এলাকার মো: গোলাম মোস্তফা প্রকাশ মোস্তফা ফকিরের ছেলে মো: মুক্তাদুল ইসলাম (১৮) এগিয়ে এলে হামলাকারীরা তাকেও পিটিয়ে আহত করে। আহতদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এলাকাবাসী ও স্বজনরা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহত আরাফাত বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

  • ব্রাহ্মণপাড়া