ব্রাহ্মণপাড়ায় এইচএসসি ও সমমানের পাশের হার ৯৫.৭৪%, “জিপিএ-৫ পেয়েছে ৫০৭ জন”

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), আলিম ও সমমানের পরীক্ষা-২০২৩ এর প্রকাশিত ফলে ১৩টি কলেজ, ৮টি মাদ্রাসা ও ৩টি কারিগরি শাখা থেকে ২৭৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ২৬৫০জন কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছেন ৫০৭ জন শিক্ষার্থী। এ বছর এ উপজেলায় গড় পাশের হার ৯৫ দশমিক ৭৪ শতাংশ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার সাহেবাবাদ ডিগ্রী কলেজ থেকে ২৯৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ২৭৩ জন, জিপিএ-৫ পেয়েছে ৫ জন শিক্ষার্থী। আমির হোসেন জোবেদা ডিগ্রী কলেজ থেকে ২৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ২৬৩ জন, জিপিএ-৫ পেয়েছে ২৫ জন শিক্ষার্থী। মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজ থেকে ৬৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ৬৫৫ জন, জিপিএ-৫ পেয়েছে ২৫১ জন শিক্ষার্থী। বড়ধুশিয়া আদর্শ কলেজ থেকে ৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ৫২ জন। সরকারী বঙ্গবন্ধু কলেজ থেকে ১১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ১০৮ জন, জিপিএ-৫ পেয়েছে ৫ জন শিক্ষার্থী। শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজ থেকে ৪৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ৪২৮ জন, জিপিএ-৫ পেয়েছে ৮০ জন শিক্ষার্থী। আবদুল মতিন খসরু মহিলা কলেজ থেকে ৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ৮৬ জন, জিপিএ-৫ পেয়েছে ৩ জন শিক্ষার্থী। গোপালনগর আদর্শ কলেজ থেকে ৬৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ৬৩ জন, জিপিএ-৫ পেয়েছে ৯ জন শিক্ষার্থী। আছাদনগর আবদুল মতিন খসরু কলেজ থেকে ৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ৩৭ জন। অধ্যক্ষ আবদুল মজিদ দেওয়ান কলেজ থেকে ৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ১৫ জন। চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজ থেকে ১৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ১২২ জন, জিপিএ-৫ পেয়েছে ৭ জন শিক্ষার্থী। ষাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে ২৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ২৬ জন। প্রফেসর সেকান্দর আলী ভূইয়া বালিকা উবি এন্ড কলেজ থেকে ২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ১৯ জন। অপরদিকে আলিম পরীক্ষায় বাগড়া দারুল উলুম ফাজিল মাদ্রাসা থেকে ৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ৪৬ জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন শিক্ষার্থী। সাহেবাবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ৬৪ জন, জিপিএ-৫ পেয়েছে ১০ জন শিক্ষার্থী। শিদলাই দারুল ইসলাম ফাজিল মাদ্রাসা থেকে ৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ২৬ জন, জিপিএ-৫ পেয়েছে ৫ জন শিক্ষার্থী। চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলিম মাদ্রাসা থেকে ৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ৫৫ জন, জিপিএ-৫ পেয়েছে ৯ জন শিক্ষার্থী। মহালক্ষীপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে ৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ৩৫ জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন শিক্ষার্থী। ইসলামাবাদ আলিম মাদ্রাসা থেকে ২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ২৪ জন, জিপিএ-৫ পেয়েছে ৯১জন শিক্ষার্থী। অলুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে ৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ৩৬ জন, জিপিএ-৫ পেয়েছে ১৮ জন শিক্ষার্থী। বালিনা ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে ২৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ২৬ জন। এছাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজের কারিগরি শাখা থেকে ৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ৮০ জন, জিপিএ-৫ পেয়েছে ৩২ জন শিক্ষার্থী। চান্দলা করিম বক্স হাইস্কুল এন্ড কলেজের কারিগরি শাখা থেকে ২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ২৭ জন, জিপিএ-৫ পেয়েছে ১২ জন শিক্ষার্থী। সাহেবাবাদ ডিগ্রি কলেজের কারিগরি শাখা থেকে ৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ৮৪ জন, জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন শিক্ষার্থী।

  • ব্রাহ্মণপাড়া