ব্রাহ্মণপাড়ায় ইস্রাফিল ওরফে ইউছুফ চোরের অত্যাচারে অতিষ্ঠ ৫ গ্রামের মানুষ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদরের ডগ্রাপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে ইস্রাফিল ওরফে ইউছুফ এর চুরির অত্যাচারে অতিষ্ঠ ডগ্রাপাড়া, কল্পবাস, ধান্যদৌলসহ আশেপাশের ৫/৬ গ্রামের মানুষ। অনেক চুরি ছিনতাইয়ের মতো অভিযোগ থাকা সত্বেও পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। আবার ছাড়া পেয়ে একই কায়দায় চুরি ছিনতাইয়ের মতো নানা অপরাধ কর্মকান্ড ঘটায়। এবিষয়ে গ্রামের অনেক ভুক্তভোগী পরিবারের লোকজন থানায় অনেক অভিযোগ করে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা সদরের ডগ্রাপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে ইস্রাফিল ওরফে ইউছুফ (৩৫) দীর্ঘদিন যাবৎ কল্পবাস, ডগ্রাপাড়া, ধান্যদৌলসহ আশেপাশের ৫/৬ গ্রামে চুরি করে আসছে। মোবাইল, স্বর্ণালংকার, টাকা-পয়সাসহ রাতের আধারে ঘরের ভেতর থেকে মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। স্মার্টফোন, স্বর্ণালংকার ব্যবহার করাই যেন দায় হয়ে পরেছে গ্রামের মানুষের। বখাটে ও পেশাদার চোর ইস্রাফিল ওরফে ইউছুফ এর কারনে অতিষ্ঠ এলাকাবাসী। চুরি করার সময় হাতেনাতে বহুবার ধরাও পরে ইস্রাফিল। থানা ও আদালতে চুরি ছিনতাইসহ অনেক অভিযোগে রয়েছে তার বিরুদ্ধে। জেল থেকে এসেই আবার এলাকায় শুরু করে চুরি, ছিনতাই, মাদক সেবন ও মাদক ব্যবসায়। স্থানীয় ভাবে শালিস বিচার, থানা পুলিশ, মামলা, অভিযোগ করেও ইস্রাফিল ওরফে ইউছুফের হাত থেকে কিছুতেই নিস্তার মিলছে না এলাকাবাসীর। দিনে বা রাতে চুরি করতে গিয়ে ধরা পরলে উল্টো পরিবারের নারীদের সাথে অনৈতিক সম্পর্কের বানোয়াট গল্প সাজিয়ে অপবাদ দেয়ায় অনেকেই সম্মানহানীর ভয়ে চুপ থাকেন। আর তাই যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য জেলা পুলিশ সুপার, আইন প্রয়োগকারী উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা চাইছেন ভুক্তভোগী কয়েক গ্রামের মানুষ। বখাটে ছেলে ইস্রাফিলকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারই নিকটাত্মীয় স্বজনসহ স্থানীয় এলাকাবাসীর। গত কিছুদিন আগেও চুরির অভিযোগে পুলিশের হাতে আটক হয়ে ১৯ দিন জেল খেটে এলাকায় এসে আবারো শুরু করে চুরি। গত শুক্রবার মোবাইল ফোন চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লে উত্তেজিত এলাকাবাসী গণধোলাই দিয়ে হাসপাতালে পাঠায় তাকে। চুরির প্রতিবাদ ও প্রতিহত করতে গিয়ে এখন ইস্রাফিল ও তার সহযোগীদের মিথ্যা মামলা ও হামলার হুমকিতে উল্টো বিপাকে পড়েছেন বিভিন্ন সময় তার বিরুদ্ধে প্রতিবাদ, মামলা ও অভিযোগ করা স্থানীয় প্রবাসী, গন্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীসহ এলাকার অর্ধশতাধিক ভুক্তভোগী। এলাকার চিহ্নিত ও আত্মস্বীকৃত চোর ইস্রাফিল ও তার আশ্রয় প্রশ্রয় দাতাদের আইনের আওতায় এনে কঠোর বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

  • ব্রাহ্মণপাড়া