ব্রাহ্মণপাড়ায় আবু ছাইব বাপ্পীর উদ্যোগে পথচারী ও চালকদের মাঝে শরবত বিতরন

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ৫ মাস আগে

Spread the love

তীব্র গরমে উষ্ঠাগত পুরো দেশ। যার তাপমাত্রা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। তীব্র তাপদাহের মধ্যে পথচারী ও চালকদের কিছুটা স্বস্তি প্রদানের লক্ষ্যে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় জাগ্রত মানবিকতার যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছাইব বাপ্পী এর উদ্যোগে শরবত বিতরন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় সদর ইউনিয়নের দক্ষিণ বাজার এমপি কার্য্যালয়ের সামনে পথচারী ও চালকদের মাঝে এই শরবত বিতরণ করা হয়। জাগ্রত মানবিকতার যুগ্ম সাধারন সম্পাদক ও কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সদস্য আবু ছাইব বাপ্পী’র নিজস্ব উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে তীব্র তাপদাহ থেকে কিছুটা স্বস্তি দেওয়ার লক্ষ্যে পথচারী ও চালকদের মাঝে শরবত বিতরন করা হয়। এসময় সোহেল রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন, সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন, সাহেবাবাদ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আলীফ, কামাল হোসেন, কামরুল হাছান, শামসুদ্দোহা বারী, হেলাল উদ্দিনসহ ছাত্রলীগ ও জাগ্রত মানবিকতার সদস্যরা উপস্থিত ছিলেন। এবিষয়ে জাগ্রত মানবিকতার যুগ্ম সাধারন সম্পাদক আবু ছাইব বাপ্পী বলেন, তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে যারা কর্মের তাগিদে ঘর থেকে বের হয় তাদের অনেক কষ্ট করে তীব্র তাপদাহের মধ্যেও কাজ করতে হয়। তাদেরকে কিছুটা স্বস্তি দিতে পথচারী ও চালকদের মাঝে শরবত বিতরন করা হয়েছে। ভবিষ্যতেও এধরনের মানবিক কাজ অব্যাহত থাকবে।

  • ব্রাহ্মণপাড়া