ব্রাহ্মণপাড়ায় আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা

লেখক: Sohel Islam
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

ব্রাহ্মণপাড়া উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে আগাম শীতকালীন সবজির চাষ শুরু করেছেন কৃষকরা। আগাম শীতকালীন সবজি চাষ করে বেশি দামে উৎপাদিত সবজি বিক্রয় করাতে বেশি লাভ হয়। তাই আগাম শীতকালীন সবজি চাষের প্রতি ঝুঁকে পড়েছে চাষীরা।সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ-ঘাট ঘুরে দেখা যায়, উপজেলার বিভিন্ন মাঠে শীতকালীন সবজি আবাদে ব্যস্ত চাষিরা। বাড়তি আয়ের জন্য মাঠের বাইরে বাড়ির আঙিনায় সবজি আবাদ করছেন। শীতকালীন সবজির মধ্যে শিম, বাধাকপি, ফুলকপি, বেগুন, লাউ, পেঁপে, ধনেপাতা, বরবটি ও টমেটোসহ চাষ হচ্ছে বেশি। তাই কৃষকদেরকে শীতকালীন সবজি আবাদে মাঠে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। শীতের শুরুতেই বাজারে বিক্রি করে বেশি টাকা আয়ের আশায় চাষিরা এখন জমিতে শীতকালীন শাকসবজির চারা বপন ও পরিচর্যার কাজ করছেন। এবারে উপজেলার বিভিন্ন গ্রামগুলোতে শীতের সবজির বাম্পার ফলন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কৃষকরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলায় ৩২০ হেক্টর জমিতে শীতকালীন শাক সবজির চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা এখন পর্যন্ত শতভাগ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। ফসলি জমিতে আগাম জাতের সবজি চাষ ব্যাপকভাবে স¤প্রসারিত হয়েছে। উৎপাদিত সবজি স্থানীয় বাজারে চড়া মূল্যে বিক্রি করে কৃষকরা বেশ লাভবান হবেন। স্থানীয় সবজি চাষীরা জানান, বৃষ্টি হলেও মাটির উঁচু বিছানায় সবজির আবাদ করায় সবজি ক্ষেতের খুব বেশি ক্ষতি হয়নি। চলতি বছর আশা করছি সবজির ভালো ফলন হবে, আর ফলন ভালো হলে দামও ভালো পাওয়া যাবে বলে জানান তারা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুবুল হাসান বলেন, বৃষ্টিপাত হওয়ায় শীতকালীন শাকসবজিসহ সব রকমের ফসলের ভালো ফলন হচ্ছে। প্রান্তিক চাষিদের মাঝে শীতের শাকসবজির মানসম্পন্ন বীজ এবং সার দেওয়া হয়েছে। আশা করি এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ এবং উৎপাদন হবে। তিনি আরো বলেন, এখন মাছ-মাংসের চেয়ে সবজির চাহিদা বেশি। বাজারে দামও ভালো পাওয়া যাচ্ছে। এ কারণে কৃষকরা নিজেদের উদ্যোগে শীতকালীন আগাম শাকসবজি চাষ করছে।

  • ব্রাহ্মণপাড়া