ব্রাহ্মণপাড়ার গোপালনগর আদর্শ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ মাস আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর আদর্শ কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টশন ক্লাস ও নবীনবরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সকাল ১০ টায় কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মো: আনিসুর রহমান মজুমদার সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কো-অপ্ট সমস্য গোলাম কিবরিয়া পারভেজ, অভিভাবক সদস্য জহিরুল আলম ভূইয়া। পদার্থ বিজ্ঞান এর শিক্ষক মোহাম্মদ আলী এর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিজ্ঞান বিভাগের ইনচার্জ গনিত বিষয়ের প্রভাষক মনিরা শারমিন, ব্যবসায় শিক্ষা শাখার ইনচার্জ অর্থনীতি বিষয়ের প্রভাষক শওকত হোসেন, মানবিক বিভাগের ইনচার্জ রাষ্ট্র বিজ্ঞান বিষয়ের প্রভাষক মোঃ মহিউদ্দীন। দোয়া পরিচালনা করেন ইসলাম শিক্ষা প্রভাষক রুহুল আমিন ফকির। আরো উপস্থিত ছিলেন ইংরেজি প্রভাষক খোরশেদ আলম, বাংলা প্রভাষক সাব্বির জাহান সরকার, আইসিটি প্রভাষক মাজহারুল হাসান, ইসলামের ইতিহাস প্রভাষক শরিফ মোহাম্মদ আবদুল্লাহ, ব্যবস্থাপনা প্রভাষক নাজনীন আক্তার, হিসাব বিজ্ঞান প্রভাষক আজিমদ্দিন, সমাজকর্ম প্রভাষক শিউলি রানী দাস, জীববিজ্ঞান প্রভাষক সুবর্ণা ইয়াসমিন, রসায়ন প্রভাষক জাহিদ হাসান, ফিণ্যান্স ব্যাংকিং ও বীমা প্রভাষক ফারজানা সুলতানা পাখি প্রমুখ। বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সম্মানিত কোঅপ্ট সদস্য জনাব গোলাম কিবরিয়া পারভেজ ও অভিভাবক সদস্য জনাব জহিরুল ইসলাম ভূইয়া। অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান মজুমদার সোহেল বলেন নবীনদের স্মার্ট বাংলাদেশ গড়তে ও ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেন্জ মোকাবিলায় সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, ভালো ছাত্র হওয়ার থেকে ভালো মানুষ আগে হতে হবে। নিয়মিত অধ্যয়নের পাশাপাশি বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করতে হবে। সমাজ গড়ায় অগ্রনী ভূমিকা পালন করতে হবে, সাথে সুনাগরিকের গুণাবলি অর্জন করতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলা গঠনে সৎ ও মহৎ চরিত্রের অধিকারী হতে হবে।

  • ব্রাহ্মণপাড়া