ব্রাহ্মণপাড়া সাহেবাবাদ ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ৭নং সাহেবাবাদ ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সাহেবাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সাহেবাবাদ ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে এই বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কাউছার আলমের পরিচালনায় প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সৈয়দ আব্দুল কাফী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুছ ছালাম বেগ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, সাহেবাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট জাহাঙ্গীর আলম ভূইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা মৎস্যজীবীলীগের আহবায়ক শাহ আলম, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সদস্য জাহিদুল হাছান পলাশ, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য ইঞ্জিনিয়ার রাসেল ও মোঃ আল-আমিন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আলী হোসেন, সাহেবাবাদ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আলিফ, সাধারণ সম্পাদক গাজী নাইম হাছান, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট শামীমা চৌধুরী, সদস্য সচিব তাছলিমা আক্তার। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবু জাহের, সাবেক ছাত্রলীগ নেতা নবীর হোসেন, সাদ্দাম হোসেন মেম্বার, আবু তাহের, জাকির মেম্বার, ইসমাইল মেম্বার, সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, ইকবাল হোসেন, ফরিদ উদ্দিন মেম্বার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক যুবরাজ আল নূর দূর্জয়, হেলাল কবিরসহ ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ডের নের্তৃবৃন্দরা।

  • ব্রাহ্মণপাড়া