ব্রাহ্মণপাড়া বন্যার্তদের মাঝে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ সপ্তাহ আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন ও সাহেবাবাদ ইউনিয়ন বন্যার্তদের মাঝে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে৷
গতকাল মঙ্গলবার (৮অক্টোবর) দিনব্যাপী কুমিল্লা সম্মিলিত হোমিওপ্যাথি ডক্টরস ফোরাম ও ওয়ার্ল্ড ফেডারেশন অব হোমিওপ্যাথি বাংলাদেশ চ্যাপ্টার যৌথ আয়োজনে, সার্বিক সহযোগিতায় খান হোমিও প্যাথিক চিকিৎসালয়ের স্বত্বাধিকারী ডা: হাবিবা বদরুন্নেছা ডি.এইচ.এম.এস.ঢাকা
ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল ও সাহেবাবাদ লতিফা ইসমাইল হাই স্কুল প্রায় ১২ শত ছাত্র-ছাত্রী ও পথচারীদের মাঝে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়, এই সময় সাইনোসাইটিস, চর্মরোগ, পলিপাশ, ক্ষুধামন্দা, বাত ব্যাথা, মুখের ব্রণ, টিউমার, জ্বর, সর্দি, কাশি, শ্বেতী, ইত্যাদি রোগসহ বিভিন্ন প্রকার জটিল রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স. ম. আজহারুল ইসলাম, সহ-সভাপতি, কুমিল্লা সম্মিলিত হোমিওপ্যাথি ডক্টরস ফোরামের ডাক্তার মো: ইউনুস সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মহিনউদ্দিন মজুমদার মনির, যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার বিজয় চৌধুরী, ডাক্তার শিবলী সরকার, মহিলা সম্পাদিকা ডাক্তার নাসিমা আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক ডাক্তার হাবিবা বদরুন্নেছা, প্রচার সম্পাদক ডাক্তার আল- আমিন সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।

  • ব্রাহ্মণপাড়া