‘ব্রাহ্মণপাড়ায় ২৪ কেজি গাঁজা উদ্ধার’ইয়াবা স্কাপ সিরাপ এবং ভারতীয় ভাজিসহ গ্রেফতার ৫

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজা উদ্ধার করেছে এবং ৮০বোতল স্কাপ সিরাপসহ ১জন,২৫০পিচ ইযাবা ট্যাবলেটসহ ২জন, ৬০টি ভারতীয় বাজি ৭২০পিচ ক্রীমসহ ২জনসহ মোট ৫জনকে গ্রেফতার করেছে। ব্রাহ্মণপাড়া থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ২৪ কেজি গাঁজা ও ২৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন আসামীকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল এর নির্দেশে থানার এসআই শফিক উল্লাহ সঙ্গীয় ফোর্স গত বুধবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ২৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দাউদকান্দি থানার পেন্নাই গ্রামের নুরুল ইসলাম মুন্সির ছেলে ফরহাদ মুন্সি (৩০) ও জাহাঙ্গীর আলমের ছেলে আবুল কাশেম (২৯)কে গ্রেফতার করেছে। অপর দিকে গত বৃহস্পতিবার রাতে উপজেলার সদরের কল্পবাস গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক ব্যবসায়ী মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ মনির হোসেন (৩৭) এর বাড়ী থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মনির ও তার সহযোগী পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে ব্রাহ্মনপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার শশীদল ইউনিয়নে অভিযান চালিয়ে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় বাজিসহ ক্রিম আনায় দুইজনকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল এর নির্দেশে থানার এসআই শিশির ঘোষ সঙ্গীয় ফোর্সসহ বুধবার বিকালে শশীদল এলাকায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ৬০ পিচ ভারতীয় বাজি ও ৭২০ পিচ ক্রিমসহ দুইজনকে আটক করে। আটককৃতরা হলো- বড়ধুশিয়া গ্রামের মৃত জুনাব মিয়ার ছেলে খোকন (৫০) ও নারায়নপুর গ্রামের সাব মিয়ার ছেলে সুমন (২৪). একইদিন থানার এসআই শফিক উল¬াহ সঙ্গীয় ফোর্স শশীদল চিলেকোঠা রেস্টুরেন্টের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে ৬০ বান্ডিল ভারতীয় আঠাশ বাজি উদ্ধার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যায়। আটককৃতদেরকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাঁভূমি নোয়াপাড়া স্থানে অভিযান চালিয়ে ৮০ পিচ স্কাপ সিরাপসহ ১জনকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল এর নির্দেশে থানার এসআই সৌরভ হোসেন সঙ্গীয় ফোর্স শুক্রবার বিকালে উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাঁভূমি হরিমঙ্গল-বাগড়া বাজারের পাকা রাস্তার উপর থেকে ৮০ বোতল স্কাপ সিরাপসহ কুমিল্লা কোতয়ালী থানার মাছিগাছা গ্রামের রবু মিয়ার ছেলে ইমরান হোসেন (২৩) আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। শনিবার সকালে আসামীকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল সত্যতা নিশ্চিত করেছেন।

  • ব্রাহ্মণপাড়া