ব্রাহ্মণপাড়ায় স্বাধীনতার যুদ্ধে ব্যবহৃত পাঁচটি মর্টার শেল উদ্ধার

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

দুই মাসে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময় ব্যবহৃত ৫টি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মর্টার শেল গুলো বোম্ব ডিস্পোসাল ইউনিটের সদস্যরা নিষ্ক্রিয় করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ মার্চ বুধবার উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের একটি পুকুরে ইউছুফ (৩৪) নামের এক যুবক গোসল করার সময় কাদামাটির ভেতর শক্ত বস্তুর অনুভব করেন। পরে বস্তুটি তুলে গুপ্তধন ভেবে বাড়িতে নিয়ে মায়ের হাতে তুলে দেন। পরে তার মা বুঝতে পারে এটি বোম্ব। যা তিনি যুদ্ধের সময় দেখেছে। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ মর্টার শেল উদ্ধার করে পুলিশের কাউন্টার টেররিজমের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে খোলা মাঠে নিয়ে বিষ্ফোরন ঘটিয়ে নিষ্ক্রিয় করেন। একইদিন বিকালে উপজেলা সদরের দীর্ঘভূমি বঙ্গবন্ধু স্কুলের পাশের খালের মধ্যে মাছ শিকারে যান খোকন মিয়া। মাছ ধরার সময় মাটির ভেতর শক্ত কিছু অনুভব করেন। বস্তুটি উপরে তুলে দেখেন সেটি মর্টারের গোলা। খবর পেয়ে পুলিশের কাউন্টার টেররিজমের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে খোলা মাঠে নিয়ে বিষ্ফোরন ঘটিয়ে নিষ্ক্রিয় করেন। গত ১১মার্চ শনিবার মল্লিকাদিঘী গ্রামে একই মর্টার শেল উদ্ধার করে ধ্বংস করে পুলিশ। এছাড়া গত ২ এপ্রিল রবিবার সকালে উপজেলার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর (বাল্লক) গ্রামের এক দিনমজুর শিবার পুকুরে মাটি কাটার সময় পিতলের একটি বস্তু দেখতে পায়। পরে এটিকে গুপ্তধন ভেবে বস্তুটি বাড়িতে নিয়ে যান। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে বস্তুটি মর্টারের গোলার সত্যতা পায়। একইদিন বিকালে পুলিশের কাউন্টার টেররিজমের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে খোলা মাঠে নিয়ে মাটিতে পুতে বোমাটি বিষ্ফোরন ঘটিয়ে নিষ্ক্রিয় করেন। গতকাল ২৯ এপ্রিল শনিবার দুপুর ২টায় সালদানদী ব্রিজের উপর থেকে আর্টিলারি শেল উদ্ধার করে নিষ্ক্রিয় করে বোম্ব ডিস্পোসাল ইউনিটের সদস্যরা। বোমা নিষ্কিয় ঘটনায় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, থানার এসআই আনোয়ার হোসেন, সৌরভ হোসেন, কাউন্টার টেররিজম ইউনিয়নের সদস্যরা। এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ধারণা করা হচ্ছে এগুলো স্বাধীনতা যুদ্ধের সময় নিক্ষেপ করা অবিষ্ফোরিত গোলা।

  • ব্রাহ্মণপাড়া