ব্রাহ্মণপাড়ায় শিদলাই নাজনীন হাই স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

স্টাফ রিপোর্টারঃ
” আজ আনন্দের দিন, পৌষালি পিঠা- পুলির উৎসবে রঙিন” এই স্লোগানকে ধারন করে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই নাজনীন হাই স্কুলে পিঠা উৎসব-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় স্কুল প্রাঙ্গনে স্কুলের আয়োজনে দিনব্যাপী এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় শতাধিক বিভিন্ন রকমারি পৌষালি পিঠা স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে ১০টি স্টলে সাজানো হয়। পিঠাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল নকশী পিঠা, চিতল পিঠা, দুধপলি পিঠা, পুলি পিঠা, পাটিসাপ্টা পিঠা, জামাই পিঠা, ভাবা পিঠাসহ প্রায় শতাধিক পিঠা ১০টি স্টলে অংশগ্রহন করে। স্কুলের সহকারি শিক্ষক রফিকুল ইসলাম পলাশ এর সঞ্চালনায় ও স্কুলের প্রধান শিক্ষক মোঃ মফিজুল ইসলাম এর সভাপতিত্বে পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী মোসাঃ ফাহমিদা নাসরিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহাম্মদ, সিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম (আলাউল) আকবর। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ নজরুল ইসলাম, ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারগিছ আক্তার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য যথাক্রমে জিয়াউল আলম সরকার, আলমগীর হোসেন, আমিরুল ইসলাম, মজিবুর রহমান মোল্লা, সহকারি প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, প্রভাষক সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর সরকার, সহকারি শিক্ষক যথাক্রমে মাহবুব আলম, শফিকুল ইসলাম, আনোয়ার হোসেনসহ শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব প্রিন্সিপাল মোঃ শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিদ্যালয় গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে স্কুল ড্রেস, স্কুল ব্যাগ ও শিক্ষাসামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দরা।

  • ব্রাহ্মণপাড়া