ব্রাহ্মণপাড়ায় লাম্পি খুরারোগে আক্রান্ত শতাধিক গবাদিপশু

লেখক: মোঃ সোহেল ইসলাম
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার প্রায় প্রত্যেকটি গ্রামে গবাদিপশুদের মধ্যে ছড়িয়ে পড়েছে লাম্পি খুরারোগ। ফলে খামারি ও গরু লালন পালনকারীদের মধ্যে আতংক বিরাজ করছে। গত ১মাসে প্রায় শতাধিক গরু এই রোগে আক্রান্ত হয়েছে এবং কয়েকটি গরু মারা গিয়েছে। এই রোগের প্রতিরোধক ভ্যাকসিন সংগ্রহ করতে পারছে না আক্রান্ত হওয়া গবাদিপশুর মালিকরা। ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ গ্রামের মানিক মিয়ার ৭০ হাজার টাকার মূল্যর একটি গরু মারা যায় এবং আরোও ৫টি গরু আক্রান্ত হয়েছে। দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মোঃ আবুল কালাম বলেন, আমাদের আশেপাশের গ্রামগুলোতে অনেক গরু খুরা ও লাম্পিক স্কিন রোগে আক্রান্ত হয়েছে। ফলে হাজার হাজার কৃষক ও খামারীরা বিপাকে পড়েছেন। একাধিক গরুর মালিকদের সাথে আলাপ কওে জানা যায়, লাম্পি খুরারোগে আক্রান্তের লক্ষণ হলো গরুর মুখের মধ্যে প্রচন্ড ক্ষত দেখা দেয়। গরু কোন কিছু খেতে পারে না। মুখ দিয়ে প্রচন্ড লালা ঝরতে থাকে। পায়ের খুরের মধ্যেও ক্ষত হয়। হাঁটাচলা করতে পারে না। আর প্রাণঘাতী সংক্রমণ লাম্পি স্কিনের লক্ষণ প্রথমে গরুর শরীরে জ্বর আসে। পরবর্তীতে শরীরের বিভিন্ন স্থানে গুটি গুটি হয়ে ফুলে যায়। তারপর পেকে ফেটে পুঁজ বের হয় এবং ঘা হয়। এতে কয়েকদিনের মধ্যে গরু মারা যায়। এই ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা (প্রাণি স্বাস্থ্য) মোঃ মকবুল হোসেন বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলায় ব্যাপক হারে লাম্পিক খুরারোগে আক্রান্ত হচ্ছে। আমাদের সাথে তারা যোগাযোগ করছে। আমরা তাদেরকে সঠিক পরামর্শ দিচ্ছি এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করছি। এটি একটি ভাইরাস রোগ। এই রোগ আগে ছিল না নতুন করে দেখা দিয়েছে। তার সঠিক কোন চিকিৎসা নেই। তারপরেও আমরা আমাদের কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী মাঠে কাজ করে যাচ্ছি।

  • ব্রাহ্মণপাড়া