ব্রাহ্মণপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া শশীদল দক্ষিণপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হাশেম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে একইদিন বাদ আসর শশীদল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অর্নার দেওয়া হয়। এরপর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পক্ষ থেকে তাকে ডিপার্টমেন্টালী সশস্ত্র সালাম প্রদান করা হয়। পরে জানাজা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে তাঁর লাশের দাফন সম্পন্ন করেন স্বজনরা। বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সাবেক হাবিলদার ছিলেন। মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, আবুল হাশেম গত এক বছর যাবত ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার মধ্য স্বজনরা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু জাহের, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মো. শাহ আলম ডিলার সহ এলাকা মুসল্লীয়ানবৃন্দ।

  • ব্রাহ্মণপাড়া