ব্রাহ্মণপাড়ায় মদ ও স্কাপ সিরাপসহ গ্রেপ্তার-১

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি (অনন্তপুর) স্থানে অভিযান চালিয়ে ১০ বোতল মদ ও ১০ বোতল স্কাপ সিরাপসহ একজনকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল এর নির্দেশে থানার এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার ভোর সকালে উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাঁভূমি (অনন্তপুর) হরিমঙ্গল-ব্রাহ্মণপাড়া সড়কের সরকারি ডিপের সামনে থেকে একজন মাদক বহনকারী দাড়িয়ে থাকতে দেখে তাকে সন্দেহ হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাবার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। তাকে তল্লাশী করে ১০ বোতল মদ ও ১০ বোতল স্কাপ সিরাপসহ উত্তর তেতাঁভূমি গ্রামের জয়দল হোসেনের ছেলে সোলেমান (৩৭) আটক করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে আসামীকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল সত্যতা নিশ্চিত করেছেন।

  • ব্রাহ্মণপাড়া