ব্রাহ্মণপাড়ায় বিনামূল্য বীজ ও সার বিতরণ

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে রোপা আমন ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় কুমিল্লা জেলার বৃাহ্মণপাড়া উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই বীজ ও সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা এর সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুবুল হাসান। এসময় উপজেলা সহকারি কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মোঃ শামসুল আলম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা যথাক্রমে তফাজ্জল হোসেন, মোহাম্মদ হোসেন, আবুল হোসেন, শামীম আহম্মেদসহ কৃষক/কৃষাণীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার ৪শত কৃষকদের মাঝে বিনামূল্যে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও ৫ কেজি বীজ বিতরণ করা হয়েছে। এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুবুল হাসান বলেন, সরকার রোপা আমন ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এতে করে আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

  • ব্রাহ্মণপাড়া