ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

স্টাফ রিপোর্টারঃ
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও দেশ বরেন্য সংঙ্গীত শিল্পীদের সংগীত পরিবেশনের মধ্যদিয়ে পালিত হয়েছে৷ উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশনের সভাপতিত্বে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি’র সার্বিক তত্বাবধানে ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার বিকাল ৩টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের৷ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, জেলা ছাত্রলীগের সাবেক নেতা এড. আনিছুর রহমান মিঠু, সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা হাজী জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মনিরুল হক, কুমিল্লা দঃ জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের আহবায়ক মোঃ শাহ আলম, উপজেলা যুবলীগের আহবায়ক সুলতান আহাম্মদ, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের আহবায়ক মোঃ মনির হোসেন চৌধুরী, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর, ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, সাবেক চেয়ারম্যান কাশেদুল হক ভুইয়া বাবু, মল্লিকা গ্রুপের চেয়ারম্যান আবু ছায়েব বাপ্পি, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইস্রাফিল ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুমিনুল হক, সাবেক আহবায়ক মোঃ আলী হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোঃ নাজমুল হাসান শরীফ, কলেজ ছাত্রলীগের সভাপতি মোশাররফ হোসেন আলিফসহ ছাত্রলীগ, আওয়ামীলীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ৷ বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে
প্রধান আর্কষণ ছিল দেশ বরেন্য সংঙ্গীত শিল্পী মমতাজ বেগম এমপি৷ তিনি ছাড়াও আরো অনেক দেশ বরেন্য শিল্পীরা সংঙ্গীত পরিবেশণ করেন৷ অনুষ্ঠান শুরুতে হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু’র মোড়ালে পুষ্পস্তবক অর্পণ ও জাতিয় এবং দলীয় পতাকা উত্তলন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পুর্বে একটি বিশাল আকৃতির কেক কাটেন অতিথিবৃন্দ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

  • ব্রাহ্মণপাড়া