ব্রাহ্মণপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমিন মাষ্টারের দাফন সম্পন্ন

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি, বড়ধুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, টাটেরা গ্রামের মৃত ফজলুর রহমানের তৃতীয় ছেলে রুহুল আমিন মাষ্টার রবিবার ভোর সারে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নানিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। রবিবার সকালে কুমিল্লা রেইসকোর্সে প্রথম জানাযা, ব্রাহ্মণপাড়া বড়ধুশিয়া জামে মসজিদ মাঠে দ্বিতীয় জানাযা ও টাটেরা মহিলা মাদ্রাসা মাঠে তৃতীয় জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার নামাজে জানাযায় উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী, সহ-সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোস্তফা সারোয়ার খান ও মনিরুল হক, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিটু, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল হক, সাবেক চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, মাওলানা আব্দুল মুবিন আখন্দ, কেন্দ্রীয় শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান, ব্রাহ্মণপাড়া শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এরশাদ মিয়া, শিক্ষক নেতা আবুল বাশার, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আব্দুল আলীম খান, ইউপি সদস্য আলী আহাম্মদ, শিক্ষক নেতা আব্দুল হক, মোহাম্মদ হোসেন, শফিকুল ইসলামসহ ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ।

  • ব্রাহ্মণপাড়া