ব্রাহ্মণপাড়ায় প্রাণিসম্পদ দপ্তরের মাঠ দিবস অনুষ্ঠিত

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রাণিসম্পদ দপ্তরের লাইভস্টক ফার্মারস ফিল্ড স্কুল (এলএফএসএস) বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আটটি ইউনিয়নে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আধুনিক প্রযুক্তিতে খাবার তৈরী করা, অল্প জায়গায় অধিক পরিমাণে ঘাস উৎপাদন, মিলকিং মেশিনের সাহায্যে দুগ্ধ দোহন, সাইলেজ পদ্ধতিতে ঘাস সংরক্ষণ করাসহ বিভিন্ন বিষয়ের উপর প্রদর্শণির মাধ্যমে প্রত্যেক ইউনিয়নের পিজি গ্রæপের ৫০ জন সদস্য এই মাঠ দিবসে অংশগ্রহন করে প্রশিক্ষণ নেয়। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। মাঠ দিবস অনুষ্ঠানে প্রাণিসম্পদ দপ্তরের মাঠ সহকারি মো. আবু কাউছার এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইজমাল হাসান। এসময় প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ জোহরা খাতুন, মাঠ সহকারি লুৎফারুল হক উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া