ব্রাহ্মণপাড়ায় প্রশাসনের আয়োজনে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন শপথ ও র‌্যালী

লেখক: Sohel Islam
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

“মাদক ঠেকান দেশ বাঁচান” এশ্লোগানকে সামনে রেখে মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গত ২২ জুলাই দুপুরে ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাদক বিরোধী এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) সংসদ সদস্য এডভেকেট আবুল হাসেম খান। অনুষ্ঠানে প্রধান অতিথি এডভোকেট আব্লু হাসেম খান এমপি উপস্থিত সবাইকে মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান। এছাড়া দেশ ও জাতিকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে লালকার্ড প্রদর্শন করেন উপস্থিত সকল শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে মাদক বিরোধী বক্তব্য রাখেন,৬০ বিজিবির কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আশিক হাসান উল্লাহ, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, কুমিল্লা অতিরিক্ত বিজ্ঞ জেলা জজ মোঃ মোশারফ হোসেন, কুমিল্লা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী জাহাঙ্গীর খান চৌধুরী, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী, সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক ঠিকাদার, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, মোশাররফ হেসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজসহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোশাররফ হেসেন খান চৌধুরী, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাষ্টার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) কায়সার হামিদ, এস আই আনোয়ার হোসেন, সাবেক মুক্তিযোদ্বা কমান্ডার নুরুল ইসলাম, মুক্তিযোদ্বাগণ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিক, সরকারী কর্মকর্তা ও কর্মচারী, মাদক বিরোধী অধিদপ্তরের সদস্য বৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকসহ সকল শ্রেণি পেশার মান্ষু। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্লেকার্ডে সজ্জিত হয়ে মাদক বিরোধী একটি র‌্যালি ব্রাহ্মণপাড়া থেকে মিরপুর পর্যন্ত মটরগাড়ী যোগে সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণপাড়া উপজেলা চত্তরে এসে শেষ হয়।

  • ব্রাহ্মণপাড়া