ব্রাহ্মণপাড়ায় পাঁচদিনের ব্যবধানে তিনটি মর্টারশেল উদ্ধার

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় গত পাঁচদিনের ব্যবধানে তিনটি অবিষ্ফোরিত মর্টার শেল উদ্ধার করে পুলিশের মাধ্যমে বোম্ব ডিস্পোসাল ইউনিটের সদস্যরা এসে বোমা নিষ্ক্রিয় করেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের একটি পুকুরে ইউছুফ (৩৪) নামের এক যুবক গোসল করার সময় কাদামাটির ভেতর শক্ত বস্তু অনুভব করেন। পরে বস্তুটি তুলে গুপ্তধন ভেবে বাড়িতে নিয়ে মায়ের হাতে তুলে দেন। পরে তার মা বুঝতে পারে এটি বোমা। যা তিনি যুদ্ধের সময় দেখেছে। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ মর্টার শেল বলে জানায়। তখন পুলিশের কাউন্টার টেররিজমের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে খোলা মাঠে নিয়ে বিষ্ফোরন ঘটিয়ে নিষ্ক্রিয় করেন। একইদিন বিকালে উপজেলা সদরের দীর্ঘভূমি বঙ্গবন্ধু স্কুলের পাশের খালের মধ্যে মাছ শিকারে যান খোকন মিয়া। মাছ ধরার সময় মাটির ভেতর শক্ত কিছু অনুভব করেন। পরে বস্তুটি উপরে তুলে দেখেন সেটি মর্টারের গোলা। পরে পুলিশের কাউন্টার টেররিজমের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে খোলা মাঠে নিয়ে বিষ্ফোরন ঘটিয়ে নিষ্ক্রিয় করেন। এছাড়া গত ২ তারিখ রবিবার সকালে উপজেলার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর (বাল্লক) গ্রামের এক দিনমজুর শিবার পুকুরে মাটি কাটার সময় পিতলের একটি বস্তু দেখতে পায়। পরে এটিকে গুপ্তধন ভেবে বস্তুটি বাড়িতে নিয়ে যান। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে বস্তুটি মর্টারের গোলার সত্যতা পায়। একইদিন বিকালে পুলিশের কাউন্টার টেররিজমের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে খোলা মাঠে নিয়ে মাটিতে পুতে বোমাটি বিষ্ফোরন ঘটিয়ে নিষ্ক্রিয় করেন। পর পর পাঁচদিনে তিনটি মর্টার শেলের গোলা উদ্ধার হওয়ায় আতংকিত হয়ে আছে এলাকাবাসীরা। নাম প্রকাশ না করার শর্তে সদর ইউনিয়নের একজন ব্যবসায়ী বলেন, এরকম মর্টার শেলের গোলা উদ্ধার হবার ঘটনায় ভয় লাগছে। যুদ্ধের এতো বছরেও কখনো মর্টার শেল উদ্ধারের ঘটনা শুনিনি। তাহলে এতো গোলা আসলো কোথায় থেকে? বোমা নিষ্কিয় ঘটনায় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, থানার এসআই আনোয়ার হোসেন, সৌরভ হোসেন, কাউন্টার টেররিজম ইউনিয়নের সদস্যরা। এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ধারণা করা হচ্ছে এগুলো স্বাধীনতা যুদ্ধের সময় নিক্ষেপ করা অবিষ্ফোরিত মটার সেল।

  • ব্রাহ্মণপাড়া