ব্রাহ্মণপাড়ায় জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে অবস্থিত স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান “জামিয়া ইসলামিয়া মাদ্রাসায়” মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন মাহফুজুর রহমান। ইসলামি সঙ্গীত পরিবেশন করেন ফাহাদ বিন আব্দুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা রেজাউল করিম। মাদ্রাসার সহ-সুপার মাওলানা মাইন উদ্দিন সাইদ এর পরিচালনায় ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা মিজানুর রহমান আতিকী এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ হেফজুর রহমান। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক ডঃ মোবারক হোসাইন। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল বারী। বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা ইউনুস মিয়া, অধ্যক্ষ কবির আহাম্মদ, কুমিল্লা উত্তর জেলা কিশোর কন্ঠ পাঠক ফোরামের অর্থ সম্পাদক সানাউল্লাহ রাসেল, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, মাওলানা আনিসুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম ভূইয়া, মাওলানা জহিরুল ইসলাম। উপস্থিত ছিলেন বসত আলী মাষ্টার, রফিকুল ইসলাম, সচিব তাজুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী।

  • ব্রাহ্মণপাড়া