ব্রাহ্মণপাড়ায় জমে উঠেছে গরু বাজার, দাম বেশ চড়া

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

আর মাত্র ৪ দিন পর পবিত্র ঈদ উল আযহা। ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে ব্রাহ্মনপাড়া উপজেলার গরুর হাট-বাজারগুলো। অন্যান্য বছরের তুলনায় ভারতীয় গরু এখন পর্যন্ত দেশে না আসায় দেশীয় গরু চাহিদা রয়েছে ব্যাপক। মাঝারি, বড় ছোটসহ বিভিন্ন জাতের গরু রয়েছে বাজারে। তবে দাম কিছুটা চড়া। এদিকে ঈদের এখনও বেশ কিছুদিন বাকী থাকায় বাজারে গরু বেশী থাকলেও ক্রেতার ক্রয় না করে দাম দর করে চলে যাচ্ছেন। দামদরে ক্রেতা-বিক্রেতার মধ্যে সমন্বয় হওয়ায় অনেকে গরু ক্রয় করে নিয়ে যাচ্ছেন। গরু বিক্রেতারা বলছেন ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে গরুর বাজার জমে উঠবে। শনিবার বিকালে ব্রাহ্মণপাড়া গরু বাজার ঘুরে দেখা যায়, বাজারে বিক্রেতারা সারি সারি গরু সাজিয়ে রেখেছে। তবে দাম বেশি হওয়ায় ক্রেতারা দর কষাকষি করছে। বিক্রেতারা লাল কালো সাদাসহ বিভিন্ন ধরণের ছোট বড় গরু তুলেছেন। গরু ক্রয় করতে আসা মো. আব্দুল জলিল ও আনোয়ার হোসেন আনু সর্দার বলেন, ঈদের এখনও বেশ কিছুদিন বাকী রয়েছে। তাই এখন গরু দেখতে এসেছি। দামে দরে সমন্বয় হলে হয়তা কিনেও নিতে পারি। গরু বিক্রেতা মো. আবু হানিফ বলেন, বাজারে গরু বেচা কিনা তেমন হচ্ছে না। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে গরু বেচা কেনা জমবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়াও এবারের ঈদে ভারতীয় গরু না আসলে দেশীয় গরুর খামারিরা লাভবান হবে বলে তিনি জানান। ব্রাহ্মণপাড়া সদর বাজারের ইজারাদার মোঃ দেলোয়ার হোসেন বলেন, আগামী বুধবার ঈদের আগের দিন শেষ বাজার বসবে। শেষ বাজারে হয়তো ক্রয়-বিক্রয় বেশি হতে পারে।

  • ব্রাহ্মণপাড়া