ব্রাহ্মণপাড়ায় কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও কেন্দ্রীয় ছাত্রলীগের আহবানে শ্রমিক সংকটে থাকা কৃষকদের ক্ষেতের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। গত বৃহস্পতিবার ও শুক্রবার ব্রাহ্মনপাড়া উপজেলার নাইঘর ও নোয়াপাড়া এলাকায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন মিশনের নেতৃত্বে কৃষক মোঃ বিল্লাল হোসেন, মোঃ জাকির হোসেন, আবুল কাশেম ও জয়নুল মিয়ার ধান কেটে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। কৃষকরা জানান, ধান কাটা শ্রমিক ও অর্থ সংকটে ক্ষেতের পাকা ধান নিয়ে চিন্তিত ছিলাম। বিষয়টি জানতে পেরে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে ক্ষেতের পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেয়। তাদের এমন উদ্যোগে আমরা ভীষণ খুশি। ধান কাটার বিষয়ে ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন বলেন, বঙ্গবন্ধু ছিলেন কৃষিবান্ধব। তার কন্যা শেখ হাসিনাও এর ব্যতিক্রম নয়। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকের নির্দেশনায় আমরা অসহায় গরিব কৃষকের পাশে দাঁড়িয়েছি। এছাড়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি এইচ.এম. সাকিব, যুগ্ম সাধারন সম্পাদক যুবরাজ আল নুর দূর্জয়, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সহ-সম্পাদক পারভেজ, সাহেবাবাদ ইউনিয়ন ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মো. ইউনুস আহমেদ, সদর ইউনিয়ন ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম, মনির, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ইয়াসিন আহমেদ রাফিসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কাটার এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

  • ব্রাহ্মণপাড়া