ব্রাহ্মণপাড়ায় কুমিল্লা বার্ড এর বাস্তবায়নে দিনব্যাপী স্বাস্থ্য সেবা প্রদান ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ মাস আগে

Spread the love

১লা অক্টোবরে পালিত হয়েছে জাতিসংঘ ঘোষিত ৩৩তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। এ বছরের প্রতিপাদ্য “Fulfilling the Promises of the Universal Declaration of Human Rights for Older Persons: Across Generations”. দিবসটি উদযাপন উপলক্ষ্যে বার্ডের রাজস্ব বাজেটের আওতায় পরিচালনাধীন “গ্রামীণ বয়স্ক ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে কম্যুনিটির অংশগ্রহণে সহায়তা জোরদারকরণ” শীর্ষক প্রায়োগিক গবেষণার সুফলভোগীদের জন্য ধারাবাহিকভাবে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান কর্মসূচির আওতায় ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা গ্রামের সুফলভোগীদের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয় । স্বাস্থ্য সেবা প্রদানের পাশাপাশি উপকারভোগীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রধান প্রায়োগিক গবেষক কাজী সোনিয়া রহমান, যুগ্ম-পরিচালক (পল্লী সমাজতত্ত্ব ও জনমিতি), সহযোগী প্রায়োগিক গবেষক ফরিদা ইয়াসমিন, উপ-পরিচালক (গবেষণা) এবং সহকারী প্রায়োগিক গবেষক মোঃ শাহ্জালাল, সহকারী পরিচালক (পল্লী সমাজতত্ত্ব ও জনমিতি)। স্বাস্থ্য সেবা প্রদান করেন ডাঃ মোঃ কবীর হোসেন, লেকচারার, ময়নামতি মেডিকেল কলেজ, কুমিল্লা। তিনি উপস্থিত সুফলভোগীদের রক্তচাপ ও রক্তে গ্লুকোজের মাত্রা নির্ণয় করেন। ডাঃ কবীর যথাযথ স্বাস্থ্যসেবা প্রদান করেন এবং সুস্থ জীবন যাপনে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। এছাড়াও প্রায়োগিক গবেষণার বেইজ লাইন জরিপের উদ্দেশ্যে সুফলভোগীদের আর্থ-সামাজিক অবস্থা নিরূপণে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করা হয়। কর্মসূচির শেষ পর্যায়ে কাজী সোনিয়া রহমান সুফলভোগীদের ডাক্তারের পরামর্শ মেনে চলার আহবান জানান এবং প্রায়োগিক গবেষণাটিকে সাফল্যমণ্ডিত করতে সকলের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

  • ব্রাহ্মণপাড়া