ব্রাহ্মণপাড়ায় এপ্রিল মাসে বিভিন্ন মামলায় প্রেপ্তার-১৩

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে গত এপ্রিল/২০২৩ মাসে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানা সূত্রে জানা যায়, গত এপ্রিল মাসে বিভিন্ন সময়ে উপজেলার সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন এলাকায় থানা পুলিশ অভিযান পরিচালনা করে ১০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে। এসব অভিযানে গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৫৬ কেজি গাঁজা, ১৮০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৪৭ বোতল বিদেশী মদ, ৩০ বোতল বিয়ারসহ ১০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এছাড়া বিজিবি ৯কেজি গাঁজা, ৩১৪ বোতল স্কাপ সিরাপসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গত একমাসে থানা পুলিশ ১১ মামলা দায়ের করে। এছাড়া ১০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করে। এব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, উপজেলাকে মাদক ও অপরাধমুক্ত করতে পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং তা আরও কঠোরভাবে পরিচালনা করা হবে।

  • ব্রাহ্মণপাড়া