ব্রাহ্মণপাড়ায় এনএটিপি-২ প্রকল্পের আওতায় পিকআপ ভ্যান বিতরণ

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

মোঃ বাছির উদ্দিন।।
“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি-২) প্রকল্পের আওতায় এআইএফ-২ অনুদানপ্রাপ্ত উপ – প্রকল্পের মাধ্যমে পিকআপ ভ্যান বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা মৎস্য কার্য্যালয়ের আয়োজনে মৎস্য কার্য্যালয়ের সামনে মাধবপুর ইউনিয়নের রাজাবাড়ি সিআইজি সমিতিকে পিকআপ ভ্যান বিতরণ করা হয়। সরকারি অনুদানের অংশ হিসাবে রাজাবাড়ি সিআইজি সমিতিকে এই পিকআপ ভ্যান বিতরণ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক এর সভাপতিত্বে পিকআপ ভ্যান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পিকআপ ভ্যান হস্তান্তর করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ। পিকআপ ভ্যান গ্রহন করেন রাজাবাড়ি সিআইজি সমিতির সভাপতি মোঃ আবু আনিছ ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। এসময় মৎস্য দপ্তরের সকল সদস্য উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া