ব্রাহ্মণপাড়ায় অনুমোদনহিন আবাসন নির্মাণের হিড়িক

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা। দৈর্ঘ্য প্রস্থে জেলার অন্যান্য উপজেলার তুলনায় এ উপজেলা অনেকটা ছোট। গত কয়েক বছরে উপজেলার প্রত্যন্ত অঞ্চলসহ উপজেলা সদরে বেড়েছে অনুমোদনহীন স্থায়ী ইমারতের সংখ্যা। বিধি নিষেধের প্রয়োগ না-থাকায় অনুমোদনহীন ভবন নির্মাণের হিড়িক দিন দিন বাড়েই চলছে। উপজেলা সদরের কলেজপাড়া , উত্তরা আবাসিক এলাকা, ওশান স্কুল সংলগ্ন এলাকা, উপজেলা পরিষদের দক্ষিণ-পশ্চিম এলাকাসহ আশপাশের এলাকায় অনুমোদনবিহীন ভবন নির্মাণের কাজ চলছে। অপরিকল্পিত এসব ভবন নির্মাণে পরিবেশের ওপর বিরূপ প্রতিক্রিয়া পড়বে এটাই প্রশ্ন এখন সুশীল সমাজের। এলাকাবাসীরা সাংবাদিকদের জানায়, অনেকেই প্রভাবশালী হওয়ায় অথবা প্রভাবশালীদের প্রত্যক্ষ মদদের কারণে ও সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতার জন্যেই এসব অবৈধ আবাসন নির্মাণ প্রক্রিয়া ত্বরান্বিত হচ্ছে। তাঁদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারছেন না। ফলে দিন দিনই বাড়ছে অনুমোদনহীন আবাসন নির্মাণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা বলেন, “সম্প্রতি আমরা একটি মিটিং করেছি। এখন থেকে যে কেউ নতুন ভবন নির্মাণ করতে চাইলে সরকারি নিয়মনীতি মেনেই ভবন নির্মাণ করতে হবে, অন্যথায় ভবন নির্মাণকারীদেরকে আইনের আওতায় আনা হবে।”

  • ব্রাহ্মণপাড়া